পদ হারালেন বান্দরবান ছাত্র লীগের পরিবেশ বিষয়ক সম্পাদক

purabi burmese market

সংগঠনের নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে বান্দরবান জেলা ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক জিয়াউল হককে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

গত সোমবার (১২ সেপ্টেম্বর) জেলা ছাত্রলীগ সভাপতি কাউছার সোহাগ ও সেক্রেটারি জনি সুশীলের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

জেলা ছাত্রলীগের সভাপতি কাউছার সোহাগ বলেন, ছাত্রলীগে থাকাকালীন অন্য কোনো সংগঠনে সম্পৃক্ত থাকা যাবে না, জিয়াউল হক এ নীতি ভঙ্গ করে অন্য সংগঠনে জড়িত হয়েছেন।

এছাড়াও সংগঠনের নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী বিভিন্ন কাজে জড়িত হয়ে ছাত্র লীগের নিয়মনীতি ভঙ্গ করেছেন, এমনকি ছাত্র লীগের রাজনীতিতে তার তেমন কোনো আগ্রহও নেই, সবকিছু বিবেচনা করে ছাত্রলীগের সকল সদস্যদের সিদ্ধান্ত মোতাবেক বান্দরবান জেলা ছাত্র লীগের পরিবেশ বিষয়ক সম্পাদক জিয়াউল হককে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আরও পড়ুন
1 মন্তব্য
  1. suman বলেছেন

    অতিশয় ভদ্র পরিবারের সন্তান, অন্যায়ের সঙ্গে আপোষহীন ব্যক্তিদের স্থান বর্তমান বাংলাদেশের রাজনৈতিক দলে টিকতে পারবেনা। মুখে যতই জনগণের মঙ্গলের কথা, দেশের কথা বলুক নিজের স্বার্থ রক্ষাই হলো বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রধান লক্ষ্য।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।