পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্রের গন্ধে শং‌কিত পাহাড়ের সাবেক এম‌পি চিনু

NewsDetails_01

পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্রের গন্ধে শং‌কিত সাবেক এম‌পি ফিরোজা বেগম চিনু। সম্প্র‌তি সাবেক এই এম‌পি গত ২৭ আগস্ট ৮টা ৪৭ মিনিটে তার ফেসবুক আইডিতে এক‌টি স্ট্যাটাসে লিখেছেন পার্বত্যাঞ্চল নিয়ে তি‌নি ষড়যন্ত্রে গন্ধ পাচ্ছেন।

তি‌নি লেখায় সাম্প্র‌তিক সময়ে পার্বত্য চট্টগ্রামে ঘটে যাওয়া ঘটনা ও নানা মহলের দেশভাগের দা‌বির কথা তুলে এনে সরকারের কাছে আবেদন জানিয়ে লিখেছেন…

NewsDetails_03

“পাহাড়ে আবার কোন ষড়যন্ত্র শুরু হলো? বাংলাদেশের অবিচ্ছেদ্য এক দশমাংশ কি বাংলাদেশের নয়? এখানে কেন এত অস্ত্র? আমরা শান্তিতে থাকতে পারবনা? দেশের সেনাবাহিনীর উপর গুলিবর্ষণ, প্রতিনিয়ত হত্যা গুম,এটা কিসের আলামত? “

তিনি আরো লিখেন “আমাদের সরকারকে এবার ভাবতেই হবে। আমি সংসদে অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে অনেক বলেছি। অনেকেই তখন গুরুত্ব দেননি। পার্বত্য চট্টগ্রাম’কে ভারতের অংশ দাবী করা,মামার বাড়ীর আবদারের মত। আমাদের এক বিন্দু রক্ত থাকতেও এটা হতে দেবনা “

তিনি সরকারের কাছে আবেদন জানিয়ে বলেন, আপনি যে ভাবে বাংলাদেশ কে জঙ্গী মুক্ত করেছেন, সে ভাবে আমাদের পার্বত্য চট্টগ্রাম কে অবৈধ অস্ত্র মুক্ত করে পার্বত্যবাসীদের কে শান্তিতে বসবাস করার সুযোগ দিন।

আরও পড়ুন