পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর এর মাতার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার (১৩ অক্টোবর) এক শোক বিবৃতিতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির মাতা মা চ য়ই এর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন।

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রিয় দপ্তর সম্পাদক ড. ইকবাল সোবাহান গোলাপ এমপি স্বাক্ষরিত প্রেরিত এক বিবৃতিতে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মা চ য়ই এর পবিত্র আত্মার শান্তি কামনা এবং শোক সম্পপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

NewsDetails_03

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি’র শোক প্রকাশ

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি’র এক শোক বিবৃতিতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির মাতা মা চ য়ই এর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন।

প্রসঙ্গত: গত শনিবার রাত সাড়ে এগারটার দিকে বান্দরবান শহরের ফায়ার সার্ভিস সংলগ্ন লাল মোহন বাহাদুর ভিলায় পরলোক গমন করেন। মৃত্যু কালে উনার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি মৃত্যুকালে একমাত্র পুত্র বীর বাহাদুরসহ স্বজনদের রেখে যান। বার্ধক্য জনিত কারনে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন।

আরও পড়ুন