বান্দরবানের জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন বলেছেন, পার্বত্য জেলাগুলোতে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পাহাড়ি ভাতা মূল বেতনের সমপরিমাণ করার জন্য পার্বত্য উপদেষ্টার কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, গত ২৬ আগস্ট পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমার সঙ্গে বান্দরবান পার্বত্য জেলায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় কর্মকর্তা-কর্মচারীরা পাহাড়ি ভাতা মূল বেতনের সমপরিমাণ হারে প্রদানের জন্য উপদেষ্টার কাছে দাবি জানান।
এদিকে জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায়, পার্বত্য জেলায় কর্মকর্তা-কর্মচারীদের মানবিক দিক ও ঝুঁকি বিবেচনা করে পাহাড়ি ভাতা মূল বেতনের ওপর জেলা পর্যায়ে ২০ শতাংশ হারে সর্বোচ্চ ৩ হাজার টাকা দেওয়া হয়। আর উপজেলা পর্যায়ে ২০ শতাংশ হারে সর্বোচ্চ ৫ হাজার টাকা পাহাড়ি ভাতা প্রদান করা হয়।