পাহাড়বার্তার সম্পাদক এর সাথে বিডি ক্লিন সদস্যদের শুভেচ্ছা বিনিময়

purabi burmese market

বান্দরবান পার্বত্য জেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন পরিবারের সদস্যরা পার্বত্য জেলার অন্যতম জনপ্রিয় নিউজ পোর্টাল পাহাড়বার্তা’র সম্পাদক সাদেক হোসেন চৌধুরীর সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

আজ শনিবার (১৭ আগস্ট) বান্দরবান জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় প্রাঙ্গনে এ শুভেচ্ছা বিনিময় করেন। এসময় বিডি ক্লিন পরিবারের সদস্যরা সাদেক হোসেন চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় বিডি ক্লিন এর জেলা সমন্বয়ক আবু বক্কর সিদ্দিক, লুসাই মং মার্মা, রানা চৌধুরীসহ অনেকে উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত,পর্যটন শহর বান্দরবান পার্বত্য জেলায় পরিচ্ছন্ন-স্বাস্থ্যকর নির্মল পরিবেশ তৈরি ও জনগণকে সচেতন করার মহান ব্রত নিয়ে স্বেচ্ছাসেবী সংগঠনটি নিরলস ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।