প্রধানমন্ত্রীর উপহার বিআরটিসি বাস পেলো বান্দরবান সরকারি কলেজ ও মহিলা কলেজ

NewsDetails_01

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার দেয়া ২টি বাস বান্দরবান সরকারী কলেজ ও মহিলা কলেজকে হস্তান্তর করা হয়েছে ।

শনিবার বেলা ১১টায় বান্দরবানের অরুণ সারকি টাউন হল প্রাঙ্গণে নিজ নিজ প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের কাছে বিআরটিসি বাসগুলো হস্তান্তর করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং ।

NewsDetails_03

এর আগে মন্ত্রী বীর বাহাদুর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে বাসের শুভ উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ দাউদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাস, বান্দরবান সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো:মকছুদুল আমিন, মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর প্রদীপ কুমার বড়ুয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

এসময় পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা শিক্ষার উন্নয়নে অত্যান্ত আন্তরিক । প্রধানমন্ত্রীর আন্তরিকতায় বান্দরবানে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের যাতায়াতের জন্য দুইটি বিআরটিসির বাস উপহার দেয়া হয়েছে। এসময় মন্ত্রী আরো বলেন, এই বাস দুটির মাধ্যমে ছাত্রছাত্রীদের দীর্ঘদিনের যাতায়াত দূর্ভোগের অনেকটা অবসান হবে ।

আরও পড়ুন