ফজলে এলাহিকে গ্রেপ্তারের প্রতিবাদ ও মুক্তির দাবীতে খাগড়াছড়িতে মানববন্ধন

NewsDetails_01

রাঙামাটির সাংবাদিক দৈনিক পার্বত্য চট্টগ্রাম ও পাহাড়২৪ এর সম্পাদক ফজলে এলাহিকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তারের প্রতিবাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে খাগড়াছড়ির সাংবাদিক সমাজ।
আজ বুধবার সকালে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন থেকে অবিলম্বে ফজলে এলাহিকে ২৪ ঘন্টার নিঃশর্ত মুক্তি দাবী করেন। একি সাথে ডিজিটাল নিরাপত্তা আইনকে কালো আইন দাবী তা বাতিলের দাবী জানান।

NewsDetails_03

মানববন্ধনে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের অর্থ সম্পাদক চ্যানেল টোয়েন্টিফোর এর প্রতিনিধি নুরুচ্ছাফা মানিক এর সঞ্চালনায় খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী সভাপতিত্বে ঘন্টা ব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, পানছড়ি প্রেস ক্লাবের সাবেক সভপতি নুতন ধন চাকমা, দীঘিনালা প্রেস ক্লাবের সদস্য উজ্জল চৌধুরী, ইন্ডিপেনডেন্ট টিভির প্রতিনিধি সমির মল্লিক, যমুনা টিভির প্রতিনিধি শাহরিয়ার ইউনুছ, টিভি জার্নালিজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈকত দেওয়ান প্রেস ক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া। মানববন্ধন শেষে একটি প্রতিবাদ মিছিল করেন সাংবাদিকরা। মিছিলটি সাংবাদিক ইউনিয়নে কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শাপলা চত্তর ঘুরে একি জায়গা এসে শেষ হয়।

আরও পড়ুন