ফাইতং যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়ন আওয়ামী যুব লীগের উদ্যোগে ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

গত শুক্রবার (১৫নভেম্বর) দিনগত রাতে ফাইতং বাজারস্থ যুবলীগ কার্যালয়ে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে নেতাকর্মীরা।

NewsDetails_03

এ উপলক্ষে ইউনিয়ন আওয়ামী যুব লীগের সভাপতি থোয়াইং সানু মার্মার সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন। যুবলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন শাহীনের সঞ্চালনায় এতে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক,আওয়ামী লীগ নেতা শহীদুল্লাহ মিন্টু ও জোবাইর হোসেন বিশেষ অতিথি ছিলেন।

এ সময় সমবেত যুবলীগের সকল স্তরের নেতাকর্মীদের কেক খাইয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর সূচনা করা হয়। এর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুব লীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুস্প মাল্যদান করে শ্রদ্ধার সাথে স্মারণ করেন নেতাকর্মীরা।

আরও পড়ুন