বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ, বান্দরবান পার্বত্য জেলা শাখা’র ১৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠণ করা হয়েছে।
আজ বুধবার (৩ ফেব্রুয়ারি) বিকালে জেলা শহরের বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে মোহাঃ জয়নুল আবেদিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা আওয়ামী লীগের সভাপতি ও পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা।
সভায় সর্বসম্মতি ক্রমে মোহাঃ জয়নুল আবেদিনকে আহবায়ক ও বাসিংথুয়াই মার্মাকে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ, বান্দরবান জেলা শাখা’র আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
নব গঠিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন, যুগ্ম আহবায়ক স্বপন কুমার চৌধুরী, সারা সুদীপা ইউনুস, সদস্য শামসুল আলম, মোঃ দেলোয়ার হোসেন, কানিজ ফাতেমা মনি, মোঃ কাজী সাউদ্দিন কাদের প্রিন্স, মেমাচিং চৌধুরী, এহেছানুল হক, মোহাম্মদ তাওহীদুল ইসলাম, রুম্পা দাশ, দিপংকর দাশ গুপ্ত, একরাম উদ্দিন ও নুখ্যাইমং মার্মা।