বাঘাইছড়িতে দুটি ইটভাটা বন্ধ

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার দুই ইটভাটাকে ৪০ হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতে জরিমানার পাশাপাশি বন্ধ করে দিয়েছে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলাম।

শনিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১ ঘটিকায় উপজেলায় অবস্থিত এম এম সি পক্ষে মোঃ সোহাগকে ২০ হাজার টাকা ও কে বি এম পক্ষে মোঃ নাহিদ’কে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং দুইটি ইট ভাটা বন্ধ ঘোষণা করেন।

এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলাম জানান, হাইকোর্ট থেকে নির্দেশনা দেওয়া হয়েছে সমস্ত অবৈধ ইট ভাটা বন্ধ করে দেওয়ার জন্য, এরই ধারাবাহিকতায় এসব ইটভাটা সম্পুর্ন অবৈধ প্রক্রিয়ায় জেলা প্রশাসকের অনুমতি ব্যতিত কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভাটায় কাঁচামাল হিসেবে কৃষি জমির উপরিভাগের (টপসয়েল) মাটি ব্যবহার ও জ্বালানী হিসেবে বনের কাঠ ব্যবহার করায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, লঙ্ঘন করায় প্রতিটি ইটভাটার মালিককে জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন