নিরু বিকাশ চাকমা বাঘাইছড়ি উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী পদে কর্মরত ছিলেন। নির্বাচনে তিনি পোলিং অফিসারের দায়িত্ব পালন করেন। গত ১৮ মার্চ নির্বাচন শেষে ফেরার পথে সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে তিনি গুরুতর আহত হন। ঘটনার পর থাকে প্রথমে চট্টগ্রম, পরে ঢাকা সিএমএইচে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত সোয়া ১১ মারা যান। মঙ্গলবার বাঘাইছড়ি নিজ বাড়ীর উদ্দেশ্যে তার মরদেহ নিয়ে আসা হয়।
প্রসঙ্গত, গত ১৮ মার্চ বাঘাইছড়ি উপজেলা নির্বাচনের ভোট গণনা শেষে সন্ধ্যায় বাঘাইহাট থেকে উপজেলা সদরে ফেরার পথে দীঘিনালা-মারিশ্যা সড়কের ৯ কিলো নামক স্থানে অস্ত্রধারীরা ব্রাশ ফায়ার করলে ৭ জন নিহত ও ২৫ জন গুলিবিদ্ধ হয়ে আহত হন।