বান্দরবানের রুমায় কারিতাসের প্রকল্প সমাপনী সভা

NewsDetails_01

বান্দরবানের রুমা উপজেলায় কারিতাসের একটি প্রকল্পের কার্যক্রম সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বম কমিউনিটি সেন্টারে গত মঙ্গলবার সকালে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অংথোয়াইচিং মারমা। ruma pic-18-8-16
উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান জিংসমলিয়ান বম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মোহাম্মদ মোমিনূল ইসলাম ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ আব্দুচ সালাম। প্রকল্পের কার্যক্রম সমাপনী ও শিক্ষনীয় সভার প্রথম পর্বে বাজারজাত সংযোগ কর্মকর্তা উজ্জল চাকমা মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে প্রকল্প চলাকালীন সময়ে সুবিধা-অসুবিধা, সাফল্য-ব্যর্থতা পরিকল্পনা ও কার্যক্রমের ধারাবাহিক বাস্তবায়নের ধাপ নিয়ে আলোচনায় উপস্থাপিত হয়।
প্রকল্প বাস্তায়ন শিক্ষনীয় অভিজ্ঞতা নিয়ে আলোচনায় উঠে আসে, শুধু উৎপাদনের দিকে জোড় দিলেই উপকারীভোগিদের আয় বাড়বেনা বরং বাজাতজাতের উপর সমানভাবে জোড় দিতে হবে। এতে তাদের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পাবে। প্রকল্প শিক্ষনীয় সভায় উপকারভোগী ছাড়াও সরকারি-বেসরকারী সংস্থার প্রতিনিধি ও জনপ্রতিনিধিরা অংশ গ্রহন করেন।
উপজেলা সমাজ উন্নয়ন কর্মকর্তা পরানধন চাকমা জানান, সরকারের ইউকে-এইড্ অর্থায়নে ইউপি-সিঁড়ি‘র সহযোগিতায় কারিতাস-ইএসএলইপি-সিএইচটি প্রকল্পটি ২০১১সালে সেপ্টেম্বর মাস থেকে রুমা উপজেলায় এ কার্যক্রম শুরু হয়। দাতা সংস্থাটির সাথে চুক্তি অনুযায়ী ৩০ আগষ্ট এ প্রকল্পের কার্যক্রম শেষ হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানায়।

আরও পড়ুন