বান্দরবানের সন্তান মংক্য শৈনু নেভী বাংলাদেশ ব্যাংকের জিএম

NewsDetails_01

বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়ের ব্যাংক পরিদর্শন বিভাগ-১-এর উপমহাব্যবস্থাপক মংক্য শৈনু নেভী সম্প্রতি মহাব্যবস্থাপক (জিএম) পদে পদোন্নতি পেয়েছেন।

NewsDetails_03

মংক্য শৈনু নেভী ১৯৮৮ সালে সরাসরি অফিসার হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। এ সুদীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশ ব্যাংকের তৎকালীন ব্যয় ব্যবস্থাপনা বিভাগ, চট্টগ্রাম অফিস, ময়মনসিংহ অফিস এবং সর্বশেষ ব্যাংক পরিদর্শন বিভাগ-১-এ দায়িত্ব পালন করেন। ধর্মীয় ও পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে তিনি বিভিন্ন সময়ে আন্তর্জাতিক সেমিনার, সভা ও প্রশিক্ষণে অংশগ্রহণের লক্ষ্যে ভারত, মালয়েশিয়া, থাইল্যান্ড ও মিয়ানমার ভ্রমণ করেন।

মংক্য শৈনু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি মারমা সমাজ ও সংস্কৃতি বিষয়ে গবেষণা কর্মসহ প্রবন্ধ, গীত ও কবিতা প্রকাশনার সঙ্গে যুক্ত রয়েছেন। মংক্য শৈনু বান্দরবান শহরের মধ্যম পাড়ায় মারমা বৌদ্ধ সম্প্রদায়ের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।

আরও পড়ুন