বান্দরবানের ৭২২ টি মসজিদের ইমাম-মুয়াজ্জিন পাচ্ছেন আর্থিক সহায়তা

NewsDetails_01

বান্দরবান পার্বত্য জেলার সাত উপজেলার ৭২২টি মসজিদের ইমাম-মুয়াজ্জিনকে আর্থিক সহায়তা দেয়া হবে বলে জানিয়েছেন করোনা ভাইরাস প্রতিরোধ ও জনসচেতনতা কমিটির আহ্বায়ক ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর ।

আজ শনিবার (১১ এপ্রিল) সকালে পাহাড়বার্তাকে এ তথ্য নিশ্চিত করেন তিনি ।

NewsDetails_03

তিনি জানান, করোনা পরিস্থিতিতে জেলার ইমাম-মুয়াজ্জিনরা অনেক কষ্টে জীবিকা নির্বাহ করছেন । এই পরিস্থিতিতে নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্যসামগ্রী যেন তারা কিনতে পারে সেজন্য জেলা পরিষদ থেকে আর্থিক সহায়তা দেয়া হচ্ছে ।

আগামী সোমবার থেকে ইমাম ও মুয়াজ্জিনদের কাছে এই সহায়তা পৌঁছে যাবে বলে জানান তিনি ।

জানা যায়, বান্দরবান সদরের ১৩০টি, রোয়াংছড়ি উপজেলার ১১টি, রুমা উপজেলার ০৬টি, থানচি উপজেলার ০৩টি, আলীকদম উপজেলার ৬২টি, লামা উপজেলার ২৬০টি এবং নাইক্ষ্যংছড়ি উপজেলার ২৫০টি ইমাম মুয়াজ্জিনকে আর্থিক সহায়তা দেয়া হবে । ৭২২টি মসজিদের ইমাম মুয়াজ্জিনদের আর্থিক সহায়তায় মোট ৭ লক্ষ ২২ হাজার টাকা বরাদ্দ ধরা হয়েছে।

আরও পড়ুন