বান্দরবানে করোনা’র ২য় ডোজ নিলেন ক্যশৈহ্লা

বান্দরবানে করোনা ২য় ডোজ প্রদানের কর্মসূচী শুরু হয়েছে। এরি অংশ হিসাবে আজ শনিবার (১০ এপ্রিল) সকালে বান্দরবান সদর হাসপাতালে করোনার ২য় ডোজ গ্রহন করেছেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা। এসময় জেলার সিভিল সার্জন অং সুই প্রু করোনার ডোজ গ্রহন করেন।

NewsDetails_03

এই ব্যাপারে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা পাহাড়বার্তা’কে বলেন, করোনার ডোজ গ্রহণের পর শারিরীক কোন সমস্যা হয়নি। করোনার সংক্রামন রুখতে অন্যদেরও করোনার ডোজ গ্রহন করার পাশাপাশি, স্বাস্থ্যবিধী অনুসরন করে চলা উচিত।

প্রসঙ্গত, গত ৭ ফেব্রুয়ারী সকালে বান্দরবান সদর হাসপাতালে করোনার প্রথম ডোজ গ্রহন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা।

আরও পড়ুন