বান্দরবানে করোনায় মোট আক্রান্ত ৩৫ জন

purabi burmese market

বান্দরবানে নতুন আক্রান্তসহ করোনায় আক্রান্তের মোট সংখ্যা ৩৫ জনে দাড়িয়েছে। আজ রোববার (৩১ মে) রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা: অংসুই প্রু ।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যে আরো জানা যায়, আজ রোববার পাওয়া তথ্যে সদর উপজেলার ১ জন পুলিশ কর্মকর্তা, লামা উপজেলার আজিজনগরে ১ জন, নাইক্ষ্যংছড়ি উপজেলার দুইজন করোনায় আক্রান্ত হয়েছে।

মোট সংক্রমিত রোগীর সংখ্যায় বান্দরবান সদর উপজেলায় ৮ জন, রোয়াংছড়ি উপজেলায় ১ জন ও আলীকদম উপজেলায় ১ জন, রুমা উপজেলায় ২ জন, থানচি উপজেলায় ৪ জন, নাইক্ষ্যংছড়ি উপজেলায় ৮ জন এবং লামা উপজেলায় ১১ জন করোনায় আক্রান্ত হন । চিকিৎসা শেষে এদের মধ্যে ১৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আজ ৩১ মে পর্যন্ত বান্দরবান জেলায় সর্বমোট রোগীর সংখ্যা ৩৫ জন।

জেলা সিভিল সার্জন ডা: অংসুই প্রু জানান, আইসোলেশনে সর্বমোট রোগীর সংখ্যা ১৪ জন হলেও এর মধ্যে ৯ জন ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছেন । বান্দরবানের ২টি শিশুও করোনায় আক্রান্ত আছে ।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।