বান্দরবানে কর্মহীনদের খাদ্য সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী

NewsDetails_01

বান্দরবানে কোভিড-১৯ সংকট মোকাবেলায় সেনাবাহিনীর বিশেষ মানবিক সহায়তা কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বান্দরবান সেনা জোন।

আজ ২৩ আগস্ট (সোমবার) সকালে সেনাবাহিনী প্রধান এবং চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডারের নির্দেশে বান্দরবানের জিমনেসিয়ামে শতাধিক কর্মহীন পরিবারের মাঝে বান্দরবান সেনা জোন এর কমান্ডার লেঃ কর্ণেল আখতার উস সামাদ রাফি এ খাদ্য সহায়তা প্রদান করেন।

NewsDetails_03

এসময় জোন কমান্ডার লেঃ কর্ণেল আখতার উস সামাদ রাফি বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে আমরা আমাদের নিজেদের বরাদ্দকৃত রেশন এবং নিজস্ব ব্যবস্থাপনায় সংগ্রহকৃত খাদ্য সামগ্রী সাধারণ জনগনের মাঝে প্রদান করছি। আমাদের এই ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

খাদ্য সহায়তা বিতরন কালে এসময় সেনা জোনের উপ-অধিনায়ক মেজর মোঃ মোজাম্মেল হক রাসেল, জোন স্টাফ অফিসার ক্যাপ্টেন মু. ফারহান ইশরাক চৌধুরীসহ অন্যান্য সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন