বান্দরবানে দুই গাড়ির সংঘর্ষ : মাইক্রোবাসে আগুন লেগে ৬ পর্যটক আহত

NewsDetails_01

বান্দরবান জেলা শহরের বাসস্টেশন এলাকায় ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসে আগুনে অন্তত ৬ পর্যটক আহত হয়েছে। আজ শুক্রবার (২২জানুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে এই ঘটনা ঘটে। আহতরা হলেন,আনোয়ার, সামিয়া,নিয়াজ,মেহেদী,মাসুদ ও ওমর ফারুক।

NewsDetails_03

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম থেকে মাইক্রোবাস যোগে এই ছয় পর্যটক চট্টগ্রামের হালিশহর থেকে বান্দরবান শহরের আসার সময় বাসস্টেশন এলাকায় পাথর বোঝায় একটি ট্রাকে সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মাইক্রোবাসটিতে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরন হয়ে আগুন ধরে যায়। এসময় আহত অবস্থায় এই ছয় পর্যটককে স্থানীয়রা গাড়ী থেকে বের করে সদর হাসপাতালে পাঠায়। পরে দমকল কর্মীরা এসে মাইক্রোবাসের আগুন নিয়ন্ত্রনে আনে।

এই ব্যাপারে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, ঘটনার পর গাড়ি দুটিকে জব্দ করা হয়েছে, আহতদের সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।

আরও পড়ুন