বান্দরবানে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন পুলিশ সুপার
বান্দরবানে নবাগত প্রথম নারী পুলিশ সুপার জেরিন আখতার জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
আজ সোমবার (১৩জানুয়ারি) সকালে শহরের পুলিশ সুপারের সভা কক্ষে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ আলী হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার মো.কামরুজ্জামানসহ বান্দরবানের বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
এসময় নবাগত পুলিশ সুপার জেরিন আখতার বলেন,“মুজিববর্ষের অঙ্গীকার,পুলিশ হবে জনতার” এই স্লোগানকে সমানে রেখে আমরা বান্দরবানের জনসাধারণের কাছে পৌঁছাতে চাই,জনসাধানের কাতারে দাঁড়িয়ে সাধারণ মানুষের কাছে সঠিক পুলিশি সেবা পৌঁছে দিতে পুলিশ প্রশাসন বদ্ধপরিকর।
এসময় তিনি আরো বলেন,সাংবাদিক ও পুলিশ যদি একই সাথে নিষ্ঠার সাথে মাঠে কাজ করে তাহলে পুলিশের কাজ অনেক সহজ হয়। জনবান্ধব পরিবেশ সৃষ্টি করতেই বাংলাদেশ পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আরো বলেন, যেহেতু বান্দরবান পার্বত্য জেলার জীব ও বৈচিত্র ব্যতিক্রম, তাই এখানকার মানুষের নিজ নিজ চিন্তা ও ধ্যান-ধারনাও আলাদা আলাদা। সাম্প্রদায়িক সম্প্রীতি যাহাতে কোনোভাবেই বিনষ্ট না হয় সেদিকে সাংবাদিকদের দায়িত্বশীল জায়গা থেকে জনস্বার্থে কাজ করতে হবে।