বান্দরবানে বকেয়া বেতন ও চাকুরী স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন

NewsDetails_01

বকেয়া বেতন পাওয়া ও চাকুরী স্থায়ীকরণের দাবিতে বান্দরবানে মানববন্ধন করেছে সদর হাসপাতালে কর্মরত আউটসোর্সিং কর্মচারীরা।

আজ রবিবার (১৫মে) সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে সদর হাসপাতালে কর্মরত আউটসোর্সিং কর্মচারীরা হাতে হাত ধরে ঘন্টাব্যাপী এই মানববন্ধনে অংশ নেয়।

NewsDetails_03

মানববন্ধনে বক্তারা বলেন,করোনা মহামারি থেকে বান্দরবান সদর হাসপাতালে কর্মরত আউটসোর্সিং কর্মচারীরা নিজের জীবনকে বাজি রেখে কাজ করে যাচ্ছেন। আউটসোর্সিং প্রক্রিয়ায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মাধ্যমে অস্থায়ীভাবে ১৭জন নিয়োগ পেলেও দীর্ঘ ৭মাস যাবৎ বেতন বন্ধ আর এতে পরিবার পরিজন নিয়ে অনাহারে দিন কাটাচ্ছে সকলে।

এসময় বক্তারা, অনতিবিলম্বে ৭ মাসের বকেয়া বেতন প্রদান ও আউটসোর্সিং প্রক্রিয়ায় নিয়োগপ্রাপ্তদের চাকুরী স্থায়ীকরণের দাবি জানান।

মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,সদর হাসপাতালে কর্মরত আউটসোর্সিং প্রকল্পের কর্মচারী উসাইমং মার্মা, মোঃ ফারুক, শাহনা আক্তার, নুমং প্রু মার্মাসহ অন্যান্য কর্মচারীরা।

আরও পড়ুন