বান্দরবানে বর্তমানে করোনা রোগী ৪০৭ জন

অর্ধেকের বেশি রোগী জেলা সদরে

NewsDetails_01

লকডাউন অঘোষিত শীতিলতার কারনে বান্দরবানে মানুষের চলাফেরা বেড়েছে, ফলে দিন দিন বৃদ্ধি পাচ্ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। বর্তমানে জেলায় করোনা রোগী আছে সর্বমোট ৪০৭ জন। জেলার ৭টি উপজেলার মধ্যে শুধুমাত্র জেলা সদরে ২৭২ জন করোনায় আক্রান্ত। ফলে সদরে অর্ধেকের বেশি করোনায় আক্রান্ত রোগী থাকায় উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, বান্দরবানের করোনা রোগীদের মধ্যে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৪৯ জন। সদর উপজেলায় করোনা রোগী ২৭২, (হাসপাতালে ভর্তি ১৯ জন), রোয়াংছড়িতে ২৬ জন, (হাসপাতালে ভর্তি ৮ জন), রুমায় ২৫ জন, (হাসপাতালে ভর্তি ৫ জন), থানচিতে ৩ জন, (হাসপাতালে ভর্তি ৩ জন), লামায় ৩৪ জন, (হাসপাতালে ভর্তি ১১ জন), আলীকদমে ১২ জন, (হাসপাতালে ভর্তি ১ জন), নাইক্ষ্যংছড়িতে ৩৫ জন,(হাসপাতালে ভর্তি ২ জন)।

NewsDetails_03

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় নতুন পজিটিভ ৩২ জন। এর মধ্যে জেলা সদরে ২৬ জন, রুমায় ৪জন, থানচিতে ১জন ও নাইক্ষ্যংছড়িতে ১জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি ৫ জন (সদরে ১জন, রুমায় ৩ জন ও থানচিতে ১ জন)। গত ২৪ ঘন্টায় শনাক্তের হার ৩৭.৬৫%।

বান্দরবানের সিভিল সার্জন ডাঃ অং সুই প্রু মারমা আরো বলেন, দিন দিন করোনা ভাইরাস তার লক্ষন পাল্টে নতুন নতুন লক্ষণ নিয়ে মানুষের শরীরে অবস্থান করছে, তাই আমাদের সবাইকে আরো সচেতন হতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

আরও পড়ুন