পুণ্য লাভের আশায় বান্দরবানের পাহাড়ের বৌদ্ধ বিহারগুলোতে মাসব্যাপী দানোত্তম কঠিন চিবর দানোৎসব শুরু হয়েছে ।
শুক্রবার সকালে বান্দরবান জেলা সদরের কালাঘাটার আর্যগুহা ধুতাঙ্গ বিমুক্তি বিহারে এই কঠিন চীবর দানোৎসব শুরু হয়।

এদিকে কঠিন চীবর দানোৎসব উপলক্ষে সকালে প্রথমেই জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন ও মঙ্গলসুত্র পাঠ এর মাধ্যমে পূজনীয় ভিক্ষুসংঘের পিন্ডাচরণ অনুষ্ঠান অনুষ্টিত হয়। এর পরপরই পঞ্চশীল প্রার্থনা,র্ দেশনা, অষ্ট পরিষ্কারদান ও সংঘদান অনুষ্টিত হয় ।

পরে এক ধর্মসভা অনুষ্ঠিত হয়। এসময় আর্যগুহা ধুতাঙ্গ বিমুক্তি বিহারের ভান্তে ড.এফ.দীপংকর মহাথের উপস্থিত বৌদ্ধ দায়ক-দায়িকা ও উপাসক উপাসিকাদের উদ্দেশ্যে বিভিন্ন ধর্মীয় দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে বান্দরবান রাঙ্গামাটি-খাগড়াছড়িসহ বিভিন্ন জেলা উপজেলার বৌদ্ধ ধর্মালম্বীরা উপস্থিত হয়ে পঞ্চশীল প্রার্থনায় অংশ নেয় এবং ভান্তেদের বিভিন্ন রকমের দান করে। এসময় আর্যগুহা ধুতাঙ্গ বিমুক্তি বিহারের ভান্তে ড.এফ.দীপংকর মহাথেরসহ আর্যগুহার সকল ভান্তেরা আগত সকল ভক্তদের কাছ থেকে পিন্ড ( উৎকৃষ্ট খাবার ) গ্রহণ করেন।
উৎসব আয়োজন কমিটির সদস্য সচিব উজ্জল তঞ্চঙ্গ্যা জানান, বান্দরবানের কয়েকটি বৌদ্ধ বিহারে এরইমধ্যে এই উৎসব শেষ হয়েছে । শনিবার বালাঘাটা বৌদ্ধ বিহার সহ কয়েকটি বিহারে এ উৎসব শুরু হবে । পর্যায়ক্রমে বান্দরবানের বিভিন্ন বৌদ্ধ বিহারে এ উৎসব চলবে নভেম্বর মাসব্যাপী ।