বান্দরবানে ভেজাল খাদ্য সরবরাহের দায়ে খাদ্য ব্যবসায়ি কারাগারে

NewsDetails_01

বান্দরবান সদর উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর ও দায়িত্ব প্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক কর্তৃক মেয়াদ উত্তীর্ণ ও ভেজাল খাদ্য বিক্রয় ও সরবরাহ করার দায়ে গত ২৩ ফেব্রুয়ারি নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ২৯ ধারায় দায়ের করা মামলার এক আসামীকে কারাগারে পাঠিয়েছে আদালত।

NewsDetails_03

আদালত সূত্রে জানা গেছে,উক্ত মামলার আসামী সুরুজ মিয়া, মোঃ নজরুল ইসলাম এবং মোঃ আজিজুর রহমান আজ বৃহস্পতিবার (১৯মার্চ) দুপুরে বান্দরবান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করে।

আরো জানা গেছে, এসময় বান্দরবান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মুজাহিদুর রহমান মামলার আসামী সুরুজ মিয়া এবং আসামী মোঃ আজিজুর রহমানের জামিন মঞ্জুর করেন এবং অপর আসামী মোঃ নজরুল ইসলামের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ প্রদান করেন।

আরও পড়ুন