বান্দরবানে লাল মোহন বাহাদুর কাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন
বান্দরবানে লাল মোহন বাহাদুর কাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্টিত হয়েছে।
সোমবার বিকালে বান্দরবান শহরের রাজার মাঠে বান্দরবান ফুটবল একাডেমির আয়োজনে এই ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্টিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ ধর্ম বিষয়ক সম্পাদক উসিং হাই রবিন বাহাদুর। আরো উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনি সুশীল,এ্যাডভোকেট সালাউদ্দিন কাদের প্রিন্স, লাল মোহন বাহাদুর কাপ ফুটবল টুর্ণামেন্ট আয়োজন কমিটির আহবায়ক উৎসব ঘোষ রাহুলসহ অনেকে।

উদ্বোধনী খেলায় বাঘমারা ব্রার্দাস ইউনিয়ন এফসি বনাম পার্থ একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়, খেলায় বাঘমারা ব্রার্দাস ইউনিয়ন এফসি কে ৬-০ গোলে হারিয়ে পার্থ একাদশ বিজয়ী হয়। খেলা শেষে সেরা খেলোয়াড়ের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
প্রসঙ্গত,প্রয়াত লাল মোহন বাহাদুর বান্দরবানের একজন স্বনামধন্য ফুটবল খেলোয়াড় ছিলেন। তার সৃত্মির স্মরণে প্রথমবারের মতো ১২টি দলের অংশগ্রহণে এই ফুটবল টুণার্মেন্টের আয়োজন করা হয়।
টুর্ণামেন্টে মিডিয়া পার্টনার হিসাবে আছে পার্বত্য জেলার জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল পাহাড়বার্তা ডটকম।