বান্দরবানে শুভেচ্ছা উপহার প্রদান করেছে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র
বান্দরবানে বেসরকারি উন্নয়ন সংস্থা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের পক্ষ থেকে কর্মহীন গরিব ও অসহায়দের শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৪ মে) সকালে বান্দরবান সদরের উজানীপাড়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা পদক্ষেপের পক্ষ থেকে শতাধিক অসহায় দুস্থ পরিবারকে এই শুভেচ্ছা উপহার দেয়া হয়। এসময় কোভিড ১৯ ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্থ শতাধিক পরিবারের মাঝে ১০ কেজি চাউল, ৫ কেজি আলু, ১ কেজি লবণ, ১ কেজি মসুর ডাল, ১ লিটার তেল, ১টি সাবান, ২টি মাস্ক এবং নগদ ২শত টাকা প্রদান করা হয়।
এসময় পদক্ষেপ মানবিক মানবিক উন্নয়ন কেন্দ্র চট্টগ্রাম দক্ষিণ জোনের জোনাল ম্যানেজার মো: আবদুল কাইয়ুম ভূঁক্রা, সাতকানিয়া এরিয়ার এরিয়া ম্যানেজার মো: মাসুদুর রহমান, বান্দরবানের ব্রাঞ্চের ম্যানেজার পূর্নজয় চাকমা, উপজেলা নির্বাচন অফিসের ট্যাক অফিসার পরান্টু চাকমা উপস্থিত ছিলেন।