বান্দরবান শহরের রাজার মাঠে শুরু হচ্ছে লাল মোহন বাহাদুর কাপ ফুটবল টুর্ণামেন্ট। বান্দরবান ফুটবল একাডেমির আয়োজনে আজ সোমবার (৩০ডিসেম্বর) বিকালে এই টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করবেন কেন্দ্রিয় ছাত্র লীগের উপ ধর্ম বিষয়ক সম্পাদক রবিন বাহাদুর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বান্দরবান জেলা ছাত্রলীগের সভাপতি কাউসার সোহাগ,সাধারণ সম্পাদক জনি সুশীল, এ্যাডভোকেট সালাউদ্দিন কাদের প্রিন্স। উক্ত টুর্ণামেন্টে জেলার ১২টি দল অংশগ্রহন করছে। উদ্বোধনি খেলায় আজ সোমবার অংশগ্রহন করবেন পার্থ একাদশ বনাম বাঘমারা ব্রাদার্স ইউনিয়ন এফসি।
উক্ত টুর্নামেন্টে ৩১ জানুয়ারি জিটিএল কালাঘাটা বনাম পাইথন্স স্পোটিং ক্লাব, ১ জানুয়ারি ফ্রেন্ডস ক্লাব বান্দরবান বনাম চড়ইপাড়া ফুটবল ক্লাব, ২জানুয়ারি উদালবনিয়া ক্রিড়া সংঘ বনাম মহুরম আবু বক্কর স্মৃতি সংসদ এর খেলা অনুষ্ঠিত হবে।
টুর্ণামেন্টে মিডিয়া পার্টনার হিসাবে আছে পার্বত্য জেলার জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল পাহাড়বার্তা ডটকম।