বান্দরবানে ৩ দিনে ১০৬ টি মামলা : জরিমানা ৩৬,৩৫০ টাকা

আইন অমান্য করায়

NewsDetails_01

বান্দরবানে চলছে কঠোর লকডাউন। গত ১লা জুলাই সারাদেশের মত বান্দরবানেও শুরু হয় এই লকডাউন। আর লকডাউনে আইন আইন অমান্য করায় ৩ দিনে ১০৬টি মামলা দায়ের ও ৩৬ হাজার ৩৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, লকডাউন বাস্তবায়নে জেলা সদরসহ ৭টি উপজেলায় জেলা প্রশাসনের ১৮টি টিম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে যাচ্ছে। ১জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এর সমন্ধয়ে র‌্যাব,পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহায়তা করে যাচ্ছে।

NewsDetails_03

জেলা প্রশাসনের তথ্য মতে, গত ৩দিনে বান্দরবানে লকডাউন অমান্য করে সড়কে ঘোরাফেরাসহ বিভিন্ন অপরাধে মামলা ও অর্থদন্ড করে ভ্রাম্যমান আদালত।

বান্দরবান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো.কায়েসুর রহমান বলেন, আমরা স্বাস্থ্য সুরক্ষা ও জীবনমান উন্নয়নের জন্য সড়কে অবস্থান করছি আর সাধারণ জনগণের উচিত অপ্রয়োজনে ঘর থেকে বের না হওয়া আর সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলা।

আরও পড়ুন