বান্দরবান জেলা সদরে স্বাস্থ্যকর্মী,ডাক্তারসহ আজ করোনায় আক্রান্ত হয়েছে মোট ৯ জন। তাদের অধিকাংশ জেলা শহরের বাসিন্দা। আজ শনিবার (২০ জুন) রাত ৮ টার দিকে জেলার সিভিল সার্জন ডা: অং সুই প্রু মারমা পাহাড়বার্তাকে এ তথ্য জানান।
বান্দরবান সদরের আক্রান্তরা হলেন, শহরের বালাঘাটার লাকী তংচঙ্গ্যা (২৯),বালাঘাটার মংসাখাই মার্মা (৬৫),সোরেন্দ্র লাল ত্রিপুরা (৫৮), বালাঘাটার বাসু দেব দাস (৩৮), বালাঘাটার আজগর হোসেন (৩৪), জেলা শিক্ষা অফিসের রাবেয়া আক্তার (৩৪), বনরুপা পাড়ার (স্বাস্থ্যকর্মী) জুয়েল বিশ্বাস (৩৭), ডাক্তার আলমগীর (৩১) ও স্টেডিয়াম এলাকার (স্বাস্থ্যকর্মী) শহীদুল ইসলাম টিপু (৩৯)।
প্রসঙ্গত, বান্দরবান জেলায় করোনায় আক্রান্ত হয়েছে মোট ১৮১ জন।