বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত
বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের দ্বি-বার্ষিকী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ ৩০ জুন (বৃহস্পতিবার) সকাল ৮টা থেকে বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে এই নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়, বিকেল ৫টায় এই নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হবে।
এবারের নির্বাচেনে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ন সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও অর্থ সম্পাদকসহ সর্বমোট ৬টি পদে ভোটগ্রহণ চলছে।

এদিকে বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নে দ্বি-বার্ষিকী নির্বাচন উপলক্ষে সকাল থেকে সংগঠনটির ভোটাররা লাইনে দাঁড়িয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে তাদের পছন্দের প্রার্থীদের ভোট প্রদান করছে।
নির্বাচনে ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্ধিতায় দপ্তর সম্পাদক ও অর্থ সম্পাদক পদে দুইজন নির্বাচিত হয়েছে এবং ৩৫৭ জন ভোটার বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের অন্তভুৃক্ত রয়েছে।