বান্দরবান শহরে আগুনে পুড়ে শিশুর মৃত্যু

purabi burmese market

বান্দরবান শহরের মধ্যম পাড়ায় মামার বাড়িতে বেড়াতে এসে আগুনে পুড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম জ্যোতি দাশ (২ মাস)।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত ৯ টার দিকে বাপের বাড়িতে আসা শিশুটির মা জয়া দাশ সন্তান জ্যোতি দাশকে ঘুমন্ত অবস্থায় রেখে শৌচাগারে গেলে কিছুক্ষণ পরে আগুন বলে লোকজনের চিৎকার শুনে এগিয়ে আসে। এসময় প্রতিবেশিরাও এগিয়ে এসে দেখে শিশু জ্যোতি দাশসহ জয়া দাশ এর বাবা বিজয় দাশের ঘরের বিছানার সবকিছু পুড়ে শেষ হয়ে যায়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে আনলে শিশু জ্যোতি ততক্ষনে পুড়ে আঙ্গার হয়ে যায়। হ্যারিকেন বাতি থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রতিবেশীরা ধারণা করছেন।

এদিকে বান্দরবান সদর থানা পুলিশ উপ-পরির্দশক প্রনব কান্তি দাশ বলেন, শিশুটির লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।