করোনা মহামারিতে আক্রান্ত রোগীদের সেবার লক্ষ্য নিয়ে বান্দরবান পার্বত্য জেলার স্বাস্থ্য বিভাগে যোগ দিয়েছেন নতুন ১০ চিকিৎসক।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৩৯ তম বিসিএস এর ২য় পর্যায়ে নিয়োগপ্রাপ্ত এই ১০ চিকিৎসক গত ১২ই মে বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ে যোগদান করেন। পরে তাদের বিভিন্ন উপজেলায় পদায়ন করে জেলা স্বাস্থ্য বিভাগ।
বান্দরবানের সিভিল সার্জন ডা. অং সুই প্রু মারমা বলেন, করোনা মহামারির এ দুঃসময়ে সারাদেশের মত বান্দরবানেও নতুন ১০ জন চিকিৎসক যোগদান করেছেন যা আমাদের স্বাস্থ্য বিভাগের জন্য অত্যন্ত গৌরবের।
তিনি আরো বলেন, নতুন যোগদানকৃত ১০ জন চিকিৎসকের মধ্যে বান্দরবান সদর হাসপাতালে ৪ জন, রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ,আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জনকে পদায়ন করা হয়েছে। তারা সবাই আইসোলেশান ওয়ার্ডে কাজ করবেন।