বীর বাহাদুর ফাউন্ডেশনের সহায়তা পেলো গরীব ছাত্রী

purabi burmese market

বান্দরবানে বীর বাহাদুর ফাউন্ডেশনের উদ্যোগে বিগত সময়ের মতো এবারও সহায়তার অর্থ ও খাতা-কলম পেলেন এক গরীব ছাত্রী। বান্দরবানের সাঙ্গু উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রীর হাতে আজ রোববার (৫জানুয়ারি) সকালে স্কুলের পোষাক ক্রয়ের জন্য নগদ আড়াই হাজার টাকা খাতা ও কলম প্রদান করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,আজ সকালে বান্দরবান শহরের থানা সংলগ্ন অফিসে বীর বাহাদুর ফাউন্ডেশনের এই অর্থ সাঙ্গু উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণীর ছাত্রী নুনু প্রু মার্মা’র হাতে প্রদান করা হয়। এসময় বীর বাহাদুর ফাউন্ডেশনে কর্মরত নাজমুল হোসেন বাবলুসহ অনেকে উপস্থিত ছিলেন।

“আলোকিত বান্দরবান গড়ার প্রত্যয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের মাঝে শিক্ষা সমগ্রী ও অর্থ প্রদান করা হয় এই প্রতিষ্ঠান থেকে। আয়োজকেরা জানান,আলোকিত বান্দরবান গড়ার প্রত্যয় নিয়ে আগামীতে ও এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।