খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানরের দেখি মিলল লোকালয়ে।
আজ সোমবার সকালে মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসার একটি কক্ষের জানালার রড ধরে উল্টো হয়ে বসে আছে সেটি। কিছু দিয়ে তাড়াতে চাইলে বার বার মুখ লুকাচ্ছেন বানর টি। অত্র মাদ্রাসার এতিমখানায় বসবাসরত শিক্ষার্থীরা বানরটিকে দেখতে পেয়ে ভয় পেয়ে যায়। পরে জানতে পারে দূর্লভ প্রজাতির লজ্জাবতী বানর এটি।
পাহাড়ের বনজঙ্গল কেটে পরিষ্কার করা হচ্ছে বলে আবাসস্থল হারিয়ে বানরটি লোকালয়ে চলে আসে বলে মন্তব্য করছেন অনেকে।
মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসার সহকারি শিক্ষক ও এতিমখানার তত্তাবধায়ক মো: আবুল কাশেম বলেন, আমি কখনো এরকম বানর দেখিনাই তবে লোকমুখে শুনেছি লজ্জাবতী বানরের কথা। এই প্রথম সরাসরি দেখলাম।