মাটিরাঙ্গায় বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর অবমুক্ত
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর বনে অবমুক্ত করা হয়েছে। আজ সোমবার ২৯ জানুয়ারী বিকালের দিকে খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা’র দিক নির্দেশনায় মাটিরাঙ্গা রেঞ্জের বেলছড়ি পাঞ্জাবি টিলা হইতে উদ্ধারকৃত লজ্জাবতী বানর টি মাটিরাঙ্গা বন বিভাগের অন্যান্য কর্মকর্তাদের সাথে নিয়ে মাটিরাঙ্গা রেঞ্জ অফিস সংলগ্ন বনে অবমুক্ত করা হয়।
এর আগে খেদাছড়ার পাঞ্জাবী টিলা এলাকায় জনৈক নারী লাকড়ি সংগ্রহ করতে গিয়ে লজ্জাবতী বানরটি দেখতে পেয়ে স্থানীয় বন কর্মকর্তার কার্যালয়ে খবর দিলে মাটিরাঙ্গা উপজেলার বন বিভাগের কর্মকর্তারা এসে বানর টি ধরে নিয়ে গিয়ে অবমুক্ত করে।

এসময়, রেঞ্জ কর্মকর্তা, মো. আতাউর রহমান লস্কর, মাটিরাঙ্গা রেঞ্জ তৌহিদুর রহমান, ফরেস্টার, মো. আক্কাচ আলী, বন ফরেস্ট গার্ড, মো. ফিরোজ শাহ মানিক ফরেস্ট গার্ড ও মো. মানিক বাগান মালী মাটিরাঙ্গা রেঞ্জ উপস্থিত ছিলেন।
খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা বলেন, বনজঙ্গল ও গাছপালা উজাড় হওয়ায় প্রায় সময় খাদ্যের সন্ধানে লোকালয়ে বেরিয়ে এসে স্থানীয়দের হাতে লজ্জাবতী ধরা পড়ে প্রাণ হারাচ্ছে। এসব বন্যপ্রাণীকে রক্ষা করতে হলে পরিবেশ রক্ষার পাশাপাশি স্থানীয়দেরও সচেতন করতে হবে।
অবমুক্তকালে, মাটিরাঙ্গা রেঞ্জ, কর্মকর্তা মো. আতাউর রহমান লস্কর, ফরেস্টার তৌহিদুর রহমান, বন ফরেস্ট গার্ড, মো. আক্কাচ আলী, ফরেস্ট গার্ড মো. ফিরোজ শাহ মানিক, বাগান মালী মো. মানিক সহ অনেকে উপস্থিত উপস্থিত ছিলেন।