বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থেকে আব্দুর রশিদ নামে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ । তবে পুলিশ ওই ব্যক্তিকে শীর্ষ সন্ত্রাসী আনোয়ার বাহিনীর সদস্য বলে প্রাথমিকভাবে ধারণা করেছে । শুক্রবার সকালে উপজেলার বাইশারী ইউনিয়নের একটি প্রাথিমক বিদ্যালেয়র পাশ থেকে গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকা লাশটি উদ্ধার করে ।স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে একটি বিদ্যালয়ের পাশের কলা বাগানে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয় । পুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধার করে । এদিকে গুলিবিদ্ধ লাশটি শীর্ষ সন্ত্রাসী আনোয়ার বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আব্দু রশিদ (৩২) ওরফে রইশ্যা ডাকাত বলে প্রাথমিকভাবে ধারণা করেছে পুলিশ । সে কক্সবাজার জেলার রামুর ঈদগড় ও নাইক্ষ্যংছড়ির বাইশারি এলাকার বিভিন্ন স্থানে ডাকাতি করত বলে জানা যায় । এছাড়াও তার বিরুদ্ধে রামু ও নাইক্ষ্যংছড়ি থানায় একাধিক ডাকাতি ও অপহরণের মামলাও রয়েছে বলেও জানা যায়। বাইশারীর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই মোঃ আবু মুছা জানান, গুলিবিদ্ধ লাশটি উদ্ধার করা হয়েছে । তার বিরুদ্ধে ডাকাতি ও অপহরণ মামলা ছিল ।