পবিত্র রমযান মাস উপলক্ষে বান্দরবান বাজারসহ বিভিন্ন এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহ করছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড । প্রতিদিন বিকেলে পানির ভাচারের মাধ্যমে ১০ হাজার লিটার পর্যন্ত পানি সরবরাহ করা হবে।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত জানান, পবিত্র রমজানে জনসাধারণের কথা চিন্তা করে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করা হচ্ছে, পুরো মাসজুড়ে এ পানি সরবরাহ করা হবে।

পানি নিতে আসা বান্দরবান বাজারের বাসিন্দা মোঃ জসিম উদ্দিন বলেন, আমরা পবিত্র রমজান মাস উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারেও মাস ব্যাপী বিশুদ্ধ খাবার পানি পাচ্ছি। প্রতিদিন একই টাইমে এসে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পানির ভাচারটি বিশুদ্ধ খাবার পানি দিয়ে যাই।
ভাচার থেকে পানি নিতে আসা ইয়াছমিন আক্তার বলেন, পরিস্কার পানি পাচ্ছি। খাবারের পাশাপাশি ইফতার তৈরীর রান্নার কাজেও এই পানি ব্যবহার করি।