রাঙামাটিতে আছিয়া ধর্ষণের বিচার দাবিতে বিক্ষোভ ও স্মারক লিপি প্রদান
রাঙামাটিতে শিশু আছিয়া ধর্ষণের বিচার দাবিতে একটি বিক্ষোভ সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার জেলা মহিলা দল এবং জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় নির্দেশনায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শতাধিক নারী কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “আছিয়া ধর্ষণের ঘটনায় আমরা অত্যন্ত ক্ষুব্ধ। নারীদের ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। যতদিন না পর্যন্ত এই ধর্ষণের বিচার হবে, আমরা চুপ করে বসে থাকব না।”

বিক্ষোভ শেষে জেলা মহিলা দলের নেতারা রাঙামাটি জেলা প্রশাসক এবং জেলা দায়রা জজের কাছে একটি স্মারক লিপি প্রদান করেন। স্মারক লিপিতে আছিয়া ধর্ষণ মামলার দ্রুত বিচার এবং আসামীদের শাস্তির দাবি জানানো হয়।
এসময় জেলা মহিলা দলের সভাপতি নুর জাহান বেগম পারুল, সাধারণ সম্পাদক ছালেহা আক্তার, সাংগঠনিক সম্পাদক বাবলি ইয়াসমিন, পৌর শাখার সভাপতি রোজী আক্তার, সাধারণ সম্পাদক রাবেয়া আক্তারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, “নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ প্রয়োজন।”
সমাবেশ শেষে রাঙামাটি শহরের প্রধান সড়ক ধরে র্যালি অনুষ্ঠিত হয় এবং সমাবেশ শেষ হয় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে।