রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলায় দু’গ্রুপের মধ্যে গোলাগুলির যে খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তা সঠিক নয় বলে জানিয়েছেন জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশীদ। গোলাগুলির বিষয়ে যোগাযোগ করা হলে জেলা প্রশাসক জানান, কোনো এক পক্ষ মিথ্যা তথ্য প্রচার করেছে, এটি সত্য নয়।
তিনি আরো জানান, এ রকম ঘটনার সংবাদ আসার পরপর সেখানে সংশ্লিষ্ট থানার ওসি যান। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরাও যান। সকাল ১০টা থেকে এ পর্যন্ত (বিকেলে পৌনে ৪টা) সেখানে তল্লাশি চালানো হয়েছে। এরকম কোনো ঘটনার প্রমাণ আমরা পাইনি বলে জানান জেলা প্রশাসক।