রাঙামাটিতে ছেলে ধরা গুজব প্রতিরোধে স্কুলে স্কুলে পু‌লিশ

NewsDetails_01

রাঙামাটিতে ছেলে ধরা গুজব প্রতিরোধে স্কু‌লে স্ক‌ু‌লে পু‌লিশের প্রচারনা
পদ্মা সেতুর জন্য মানুষের মাথা ও রক্ত লাগবে’ এই গুজবকে কেন্দ্র করে ছেলে ধরা সন্দেহে গণপিটুনি রোধে রাঙ্গামাটি জেলার শিক্ষা প্রতিষ্ঠান সমূহে ছাত্র-ছাত্রীদের মাঝে সৃষ্ট ভয়-ভীতি দূর করা ও সচেতনতা সৃষ্টির লক্ষে কাজ কর‌ছে জেলা পুলিশ। পুলিশ সুপার মোঃ আলমগীর কবীরের নির্দেশে জেলার প্রত্যেক থানার অফিসার ইনচার্জ’গণ স্ব-স্ব এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান সমূহে গুজব প্রতিরোধে ব্যাপক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে।
এসময় অফিসার ইনচাজ’গণ ছেলে ধরা এই গুজব রোধে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের পাশাপাশি শিক্ষক, অভিভাবকগণের সহযোগিতা কামনা করেন।এসময় কাউকে ছেলে ধরা সন্দেহ হলে গণপিটুনি না দিয়ে বাংলাদেশ পুলিশের জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ অথবা রাঙ্গামাটি জেলা পুলিশের কন্টোল রুম- ০৩৫১-৬২০৪৪ এ তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য আহ্বান জানানো হয়।

আরও পড়ুন