ডেঙ্গু ও ম্যালেরিয়া প্রতিরোধে স্কুলে স্কুলে জনসচেতনতামূলক মতবিনিময় সভা করেছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক একে এম মামুনুর রশিদ ও সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা উপমা।
এর অংশ হিসাবে বৃহস্পতিবার সাপছড়ি উচ্চ বিদ্যালয় এবং বনরূপা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডেঙ্গু ও ম্যালেরিয়া প্রতিরোধে জনসচেতনতামূলক মতবিনিময় সভা করেছেন তারা। এসময় স্থানীয়দের মাঝে ডেঙ্গু ও ম্যালেরিয়া রোগ সম্বলিত সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। মতবিনিময় সভায় শিক্ষক-শিক্ষার্থী,অভিবাবক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।