রাঙামাটিতে দু’দিনব্যাপী শিশু মেলা শুরু

NewsDetails_01

রাঙামাটির বরকলে দুই দিনব্যাপী শিশু মেলা শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকালে বরকল উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান বিধান চাকমা।

শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়ে) শীর্ষক জিওবি খাতের অধীনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় ওই মেলার আয়োজন করে জেলা তথ্য অফিস। আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও জুয়েল রানা।

NewsDetails_03

মেলায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শ্যাম রতন চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান সুচরিতা চাকমা, বরকল থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন।

এর আগে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। দু’দিনব্যাপী মেলায় স্কুল, মাদ্রাসাসহ বিভিন্ন দফতরের ১২টি স্টলে শোভা পাচ্ছে ক্ষুদে বিজ্ঞানীদের বিভিন্ন আবিষ্কার।

আরও পড়ুন