রাঙামাটিতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

NewsDetails_01

রাঙামা‌টির কাপ্তাই হ্রদে গোসল কর‌তে নে‌মে পা‌নি‌তে ডু‌বে মারা গে‌ছে তন্ময় বড়ুয়া (২০) না‌মে অনার্স ১ম ব‌র্ষের এক শিক্ষার্থী। গত শুক্রবার বিকাল ৫টার দি‌কে রাঙামা‌টি পৌরসভার শরীয়তপুর সংলগ্ন বালুচরে এ ঘটনা ঘ‌টে।

NewsDetails_03

মৃত তন্ময় বড়ুয়া শহ‌রের রিজার্ভ বাজার ১নং পাথরঘাটার নেপাল বড়ুয়ার সন্তান। সে রাঙামা‌টি সরকারী ক‌লে‌জের অনার্স ১ম ব‌র্ষের শিক্ষার্থী।

বিষয়‌টি স্বীকার ক‌রে কোতয়ালী থানার অ‌ফিসার ইনচার্জ মোঃ আ‌রিফুল আ‌মিন ব‌লেন, ফুটবল খেলার পর বালুচর নামক জায়গায় গোসল কর‌তে নে‌মে তন্ময় বড়ুয়া পা‌নি‌তে ডু‌বে মারা যায়। ফায়ার সা‌ভি‌সের ডুবুরী দল তার মর‌দেহ উদ্ধার ক‌রে। প‌রে রাঙামা‌টি জেনা‌রেল হাসপাতা‌লে প্রেরণ করা হ‌য়ে‌ছে। আইনী পরবর্তী ব্যবস্থা নেয়া হ‌চ্ছে।

আরও পড়ুন