রাঙামাটিতে বিএনপির পদযাত্রা

NewsDetails_01

দলের চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজবন্দিদের মুক্তি, বিদ্যুৎ গ্যাস ও নিত্যপণ্যের দাম কমানো এবং বর্তমান সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি আদায়ে রাঙামাটিতে পদযাত্রা করেছে জেলা বিএনপি।

আজ শনিবার বেলা ১১টার দিকে এ পদযাত্রার উদ্বোধন করেন কেন্দ্রিয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মাহবুবের রহমান শামীম। পদযাত্রাটি রাঙামাটি পৌরসভা হতে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়।

NewsDetails_03

পদযাত্রায় কেন্দ্রিয় বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট দীপেন দেওয়ান, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মামুন রশিদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিলসহ বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, এই সরকারকে পদত্যাগে বাধ্য করে জনগণের সরকার প্রতিষ্ঠার লক্ষে জেলা বিএনপি রাজপথে আন্দোলন করে যাবে।

আরও পড়ুন