রাঙামাটিতে বিএনপির পদযাত্রা
দলের চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজবন্দিদের মুক্তি, বিদ্যুৎ গ্যাস ও নিত্যপণ্যের দাম কমানো এবং বর্তমান সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি আদায়ে রাঙামাটিতে পদযাত্রা করেছে জেলা বিএনপি।
আজ শনিবার বেলা ১১টার দিকে এ পদযাত্রার উদ্বোধন করেন কেন্দ্রিয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মাহবুবের রহমান শামীম। পদযাত্রাটি রাঙামাটি পৌরসভা হতে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়।
পদযাত্রায় কেন্দ্রিয় বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট দীপেন দেওয়ান, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মামুন রশিদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিলসহ বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, এই সরকারকে পদত্যাগে বাধ্য করে জনগণের সরকার প্রতিষ্ঠার লক্ষে জেলা বিএনপি রাজপথে আন্দোলন করে যাবে।