রাঙামা‌টিতে হিজড়া শিলাকে গলা কেটে হত্যা

রাঙামা‌টি কাউখালী উপজেলায় তৃতীয় লিঙ্গের নেতা শিলা খুন হয়েছেন। গত ‌সোমবার সন্ধ্যায় তার গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিলা দীর্ঘদিন ধরে বেতবুনিয়া ইউনিয়নে বসবাস করছিলেন এবং তৃতীয় লিঙ্গের নেতা হিসেবে পরিচিত ছিলেন। বি‌ভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থে‌কে টাকা উত্তোলন ক‌রে ও স্টেজ শো ক‌রে জী‌বিকা নির্বাহ কর‌তো। বি‌য়ের পর মাদকাসক্ত স্বামীর সা‌থে ব‌নিবনা না হওয়ায় ডি‌ভোর্স নি‌য়ে একা থাক‌তেন।

NewsDetails_03

স্থানীয়রা জানান,”রবিবার রাতে পাঁচজন অপরিচিত ব্যক্তিকে শিলার বাসায় ঢুকতে দেখেছিলাম, তবে তারা কখন বের হয়েছেন তা কেউ দেখেনি। সোমবার বিকেলে তার কোনো সাড়া না পেয়ে দরজা খুলে দেখা যায়, তিনি খুন হয়েছেন।” প‌রে পু‌লিশ এসে তার লাশ উদ্ধার ক‌রে।

কাউখালী থানার ও‌সি সাইফুল ইসলাম সোহাগ ব‌লেন “আমরা বেশ কিছু আলামত সংগ্রহ করেছি। প্রাথমিক তদন্তের পর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পেছনে কারা জড়িত, তা উদঘাটনে কাজ চলছে।”

আরও পড়ুন