রাঙামা‌টি‌তে ২০ লাখ ভারতীয় রুপিসহ একজন আটক

purabi burmese market

রাঙামা‌টির ‌বিলাইছ‌ড়ি উপজেলার সদর থেকে ২০ লাখ ভারতীয় রুপিসহ ব‌দিউল আলম (৭০) নামের একজনকে আটক করেছে পুলিশ।

গত বৃহস্প‌তিবার (২৫ মে) রাতে সেনাবা‌হিনী ও পু‌লিশ যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার সঙ্গে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ২০ লাখ ভারতীয় রুপি উদ্ধার করা হয়। আজ শুক্রবার (২৬ মে) সকা‌লে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠায় পুলিশ।

ব‌দিউল আলম চট্টগ্রাম জেলার রাঙু‌নিয়া উপ‌জেলার নি‌শ্চিন্তাপুর মধ‌্যমপাড়ার মৃত বাদশা মিয়ার ছেলে।

বিলাইছ‌ড়ি থানার ও‌সি মো. আলমগীর জানান, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ সনের The Special Powers Act ২৫- B এর (১)( B)ধারায় বিলাইছড়ি থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।