রাঙামা‌টি আইনজীবী সমিতির সভাপতি মোখতার, সাধারণ সম্পাদক রাজীব

NewsDetails_01

রাঙামা‌টি জেলা আইনজীবী সমিতি নির্বাচনে এডভোকেট মোখতার আহমেদ সভাপতি ও এডভোকেট রাজীব চাকমা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আজ মঙ্গলবার (১৫ মার্চ ২০২২) জেলা আইনজীবী ভবনে নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

NewsDetails_03

সমিতির ৭১ জন সদস্যের মধ্যে ৬৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ১৩টি পদের মধ্যে শুধুমাত্র সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বাকি ১১পদে এর আগে সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

সভাপতি পদে এডভোকেট মোখতার আহম্মদ পেয়েছেন ৪৩ ভোট এবং তার প্রতিদ্বন্ধী এডভোকেট কল্যানমিত্র পেয়েছেন ২১ ভোট। এ পদে ১ টি ভোট বাতিল হয়। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত এডভোকেট রাজীব চাকমা পেয়েছেন ৩৫ ভোট তার প্রতিদ্বন্দ্বী এডভোকেট মামুনুর রশিদ মামুন পেয়েছেন ২৭ ভোট। এ পদে ৩ টি ভোট বাতিল হয়।