রাঙামাটি জেলা বিএনপি’র সভাপতি হাজী শাহ আলম আর নেই
অবশেষে ক্যান্সারের কাছে হার মানলেন রাঙামাটি জেলা বিএনপির সভাপতি হাজী মোঃ শাহ আলম। ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বিএনপির এই নেতার বয়স হয়েছিল মাত্র ৬০ বছর।
আজ বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকাল সাড়ে এগারোটার দিকে তিনি চট্টগ্রাম শহরের সিএসসিআর-এ চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। রাঙামাটি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল তার মৃত্যুর বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন।
ছাত্রদল থেকে উঠে আসা এই রাজনীতিবীদ জেলা বিএনপির সাধারন সম্পাদক নির্বাচিত হন। সর্বশেষ গত বছরের ১৩ নভেম্বর কাউন্সিলরদের ভোটে তিনি জেলা বিএনপির সভাপতি হিসেবে নির্বাচিত হন। ব্যক্তিগত জীবনে দীর্ঘদিন বিএনপি’র রাজনীতির সাথে সম্পৃক্ত থাকলেও এর পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত থেকে সবার কাছে জনপ্রিয় নেতা হিসাবে সমাদৃত ছিলেন।