বিয়ের প্রলোভন দেখিয়ে রাঙামাটির কাউখালী উপজেলায় ভাগ্নিকে (১৭) ধর্ষণের অভিযোগ উঠেছে মামা মোঃ ফারুকে (৪০) এর বিরুদ্ধে।
এ ঘটনায় আজ শুক্রবার (২৭ নভেম্বর) ধর্ষিতা মেয়েটির মা বাদী হয়ে কাউখালী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। অভিযুক্ত মোঃ ফারুক সম্পর্কে মেয়েটির মায়ের ফুফাত ভাই ও উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের ডলুছড়ি এলাকার মৃত ওসমান গনির ছেলে।

মামলার এজাহার থেকে জানা যায়, ধর্ষণের শিকার মেয়েটিকে বিয়ের কথা বলে বিগত ছয় মাস ধরে তারই মায়ের ফুফাত ভাই মোঃ ফারুক ধর্ষন করে আসছিল। পরে মেয়ের মধ্যে শারীরিক পরিবর্তন দেখা দিলে প্রেগনেন্সির টেষ্ট করালে রিপোর্ট পজেটিভ আসে। এ বিষয়ে ধর্ষনের শিকার মেয়েটি তার মাকে সবকিছু খুলে বলে। এ ঘটনায় কাউখালী থানায় ধর্ষণের অভিযোগ এনে অভিযুক্ত মামাকে আসামি করে একটি মামলা দায়ের করেন মেয়ের মা।
এ বিষয়ে কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদ উল্লাহ মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্তকে ধরার চেষ্টা চলছে।