র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমির সামনে গিয়ে শেষ হয়। পরে শিল্পকলা একাডেমীর হলরুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক একে এম মামুনুর রশিদ। আলোচনা সভায় জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা, ওমেনস চেম্বার অব কমার্সের সভাপতি মনোয়ারা বেগম, জেলা পরিষদ সদস্য মনোয়ারা জাহান, প্রেস ক্লাব সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল বক্তব্য রাখেন। জেলা প্রশাসন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও জাতীয় মহিলা সংস্থা এ অনুষ্ঠানের আয়োজন করে।