রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সুরেশ চন্দ্র বিশ্বাসের শেষকৃত্য সম্পন্ন

খাগড়াছড়ি রামগড়ে বীর মুক্তিযোদ্ধা সুরেশ চন্দ্র বিশ্বাসের শেষকৃত্য রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে।
আজ সকাল দশটায় রামগড় পর্যটন পাক সংলগ্নতার নিজ বাড়ির সামনে রামগড় থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অফ অনার প্রদান করেন। রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন সালাম গ্রহণ করেন এবং বীর মুক্তিযোদ্ধা সুরেশ বিশ্বাসের মরদেহে পুষ্পস্তবক অর্পণ করেন। উল্লেখ্য গতকাল বেলা পাঁচটায় চট্টগ্রাম মেডিকেল সেন্টারে বার্ধক্য জনিত রোগে ১৯ দিন চিকিৎসা শেষে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স ছিল ৮৮ বছর। রামগড় উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজুর রহমান জানান মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি দেমাগ্রী ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ শেষে মুজিবনগর সরকারের কর্মচারী হিসেবে যোগদান করেন।

NewsDetails_03

তার বড় ছেলে সুমন বিশ্বাস জানান, আজ সকাল ১১ টায় রামগড় পার্ক সংলগ্ন নিজ বাসভবনের সামনে রাষ্ট্রীয় মর্যদা শেষে রামগড় চৌধুরীপাড়া মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। তিনি রামগড় উপজেলায় দীর্ঘদিন প্রাণিসম্পদ কর্মকর্তা ছিলেন।

তার একমাত্র মেয়ে সিলেট পার্ক ভিউ মেডিকেল কলেজের অধ্যাপক ডাঃ পিয়া বিশ্বাস রাষ্ট্রীয় মর্যাদায় তার বাবার শেষকৃত্য সম্পন্ন হওয়ায় উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা কমান্ডের প্রতি কৃতজ্ঞতা জানান। এ সময় স্থানীয় মুক্তিযোদ্ধা জন প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন